নদীর জীবন প্রাণবন্তের, তারও যে আছে কষ্ট!
যদিবা শোনতে চাও সে কান্না, শোনতে পারবে পষ্ট।
দুর্ধর্ষ-অত্যাচারী হত্যা করছে নদীকে,
সতেজ বানের গতির অস্ত্র ফিরে পেতো ফের যদি সে;
ধ্বংস করতো তার সে জীবন, নদীখেকো জন্তুটার!
আয় ছুটে আয়, সচেতনজন! বন্ধু হতে নদীটার।
নদী যে সবার মায়ের সমান, নদী যে সবার বোন,
নদীর বেদনা এবং কান্না কান পেতে আজ শোন্।


১২/১২/২০২১
মিরপুর, ঢাকা।