প্রেমের নদীতে হাবুডুবু খেতে খেতে,
কখন যে ডুবে গেছি অতল জলেতে;
বুঝতে পারিনি আমি; প্রিয়তি প্রেয়সী!
গোধূলিলগ্নের কালে নিস্তরঙ্গ বনে
আমরাও উড়ে গেছি প্রজাপতি সনে;
কারুময় ছিলে তুমি, স্বর্গের উর্বসী!


কালের প্রবাহে আজ আছো বহুদূরে,
প্রাণ-কাড়া গান গাও বাঁশরির সুরে
নিশিরাতে, চন্দ্রালোকে; বিমুগ্ধ হৃদয়।
কেঁদে যায় বেলাভূমি ঢেউয়ের আঘাতে
সুন্দরী ঝাউয়ের বনে। একা একা রাতে
কাঁদি বিরহের শোকে; মনে মৃত্যু-ভয়।


চারিদিকে কান্না ওঠে আকাশে-বাতাসে,
সাগরের জলে, নিদারুণ দীর্ঘশ্বাসে
বেদনারা কথা কয়; ধীরে, সংগোপনে।
আমি একা বসে আছি আকাশের নিচে,
স্বপ্নগুলো ঝরে যায় সাগরের 'বিচে';
অনন্ত বিস্ময়় জাগে রাতের নির্জনে!


১৫/১২/২০২১
মিরপুর ঢাকা।