সূর্যকে ভাবি পরম বন্ধু ভালোবাসা-বিশ্বাসে,
সূর্যবিহীন বাঁচা দায় হবে নিঃশ্বাসে-প্রশ্বাসে।
সূর্যালোকের পরম সোহাগে বৃক্ষেরা বেঁচে থাকে,
বৃক্ষ-প্রদেয়় অম্লজানেতে এ প্রাণ বাঁচিয়ে রাখে।
তাই, বেঁচে থাকি, বেঁচে আছে প্রাণ সমুদয় সমারোহে,
সূর্য প্রাণের অস্তিত্ব যে, সুধীজন সবে কহে।
সূর্যের আছে প্রথম শত্রু আকাশের মেঘরাজি,
সূর্যালোককে বাঁধা দিয়ে রাখে করে কতো কারসাজি।  
কিন্তু, মেঘও বন্ধু মোদের সূর্যের সমতুল,
বৃষ্টির জলে সৃষ্টি হয় যে শস্যদানা ও ফুল।
‘বন্ধুর শত্রু, হবে শত্রু’ রাজনীতিকের বাণী,
জীবনের নামে হয় না কখনো বচন চিরন্তনী।
চীন-আমেরিকা পরস্পরের শত্রুতা জানি সবে,
কথায় ও কাজে হানাহানি করে অস্ত্রিক উৎসবে।
কিন্তু সত্য, বাংলাদেশের বন্ধু উভয়ে জানি,
শত্রুতা নেই কারোর সঙ্গে এই হল মূলবাণী।
মানুষ-ধর্ম ধরেছি চেতনে, অহিংসবাদ মনে,
শত্রুতা ছেড়ে বান্ধব হোক দেশে দেশে, জনে জনে।


০৬/১২/২০২১
মিরপুর, ঢাকা।