রাত্রির বিষন্ন কালে তারার আলোকে
জেগে আছে মরা নদী, অবসন্ন দেহে।
স্রোত নেই তার বুকে, নেই উচ্ছ্বলতা,
প্রাণবন্ত ঢেউ তুলে ছুটে না উল্লসে।
অন্ধকার পাহাড়ের বাঁধার সম্মুখে
কত কথা ভেবে যায়। বাঁক নেয় তাই,
প্রবল হতাশা এসে ঘিরে ফেলে তারে;
অবশেষে মরুভূমে মাথা খুঁড়ে যায়।


ছন্দময় গতি পেলে, আলোকের পথে
ছুটে যেতো অবিরাম, দুর্দান্ত উদ্দামে;
সাগরের মোহনীয় মোহনার দিকে।
জীবনের রূপ-রস, গন্ধ চেখে নিয়ে,
বহমান তরঙ্গের জলবতী নদী
হতো চির প্রাণবন্ত সাগরসঙ্গমে।


১৪/১১/২০২১
সেন্টার পয়েন্ট শপিংমল
মৌচাক, মালিবাগ,