ভাবোরে মন একটিবার,
কার নূরেতে সুষ্টি সংসার?


কুদরতি খেলা খেলে সে
কাছেতে রয় দূরে বসে
আসবে আবার হাটের শেষে
      ভেঙে যাবে তোর অহংকার॥


জাহেরে-বাতেনে তিনি
      নয়ন খুলে দেখ না একবার,
সাগর জলে, পাহাড় চূড়ায়
      গাছের পাতায় রূপের বাহার।


আদ্যোপান্ত ভাবোরে মন
ছিলিরে তুই কোথায়, কখন?
আবার যাবি ছেড়ে ভুবন
      ভাবোরে মন সেই ক্ষমতার।


১০/০৯/২০২১
মিরপুর, ঢাকা।
(গীতিকবিতা)