দু'মুখো সাপের বিচরণ আছে কি না;
জানি না, আমি জানি না।
তবে, দু'মুখো মানুষ- জলজ্যান্ত এ মানুষের মতোন
আমাদের পৃথিবীতে অহরহ করে বিচরণ।
তারা চোখের কোনায় স্বার্থের কুটিল হাসি নিয়ে
তোমার সম্মুখে কথা কয়, শংসা করে ইনিয়ে বিনিয়ে।
অতঃপর, তারা তোমার আড়ালে, আবডালে
অপরের কাছে ফিসফিসিয়ে মনগড়া কথা চালে।
তাদের অন্তর ও বাহির নিরন্তর অন্ধকারে ঘিরে থাকে;
বুঝতে পারে না উত্তম ও অধমের পার্থক্য;
সত্য ও সুন্দরে সিক্ত করে না আশীর্বাদের হৃদয়টাকে,
স্পষ্টতর করে তোলে দুর্বোধ্য অনৈক্য।
মোহের আবর্তে ঘুরপাক খায় প্রত্যহ, অনন্তকাল;
মন্দ ও দুষ্টুচিন্তার জঞ্জাল
স্তূপীকৃত করে রাখে মনের গহীনে;
অবান্তর চেতনে এবং গোপনে গোপনে।


তারা কি চোখ খুলে দেখে না এর প্রতিফল?
নিজের জীবনে কতো কিছু বয়ে যায়,
জীবনের চারিপাশে  ছুটে চলে অনর্গল
অন্তরের চোখ খুলে দেখে না তো; হায়!
এ প্রকৃতির প্রকাশমান যথার্থ প্রতিশোধ;  
সময়ের প্রেক্ষাপটে বোঝে সকল অবোধ।
সেসব দুর্জন যতো,
কথা বলে, হাসে ভালো মানুষের মতো;
কালের আঁধারে সহসা হারাবে তারা,
সত্য উন্মোচিত হলে, এ সকলই প্রকৃতির ধারা।


এসব দু'মুখো মানুষেরা
অপরের অমূলক দোষের সন্ধানে দিশেহারা।
তাদের কৃতকর্মের ফল বিষবৃক্ষ হয়ে করে গ্রাস,
চারিপাশ, পরিবেশ, স্বজন, সুজন।
বুঝতে পারে না জীবনের পরিহাস,
তারা শুধুই ওড়ায়ে যায় অহমিকার কেতন।
হায়, কুৎসিত মোনাফিক!
কথা ও কর্মেতে মিল নেই যার এক কণা,
ধিক! ধিক! শত ধিক
ঘৃণাভরে জানাবে সকল পরিচিতজনা।
তুমি চলে যাওয়ার পরও পৃথিবীর মানুষেরা আজীবনকাল;
স্মরণের ক্যানভাসে এঁকে রাখবে দুশ্চরিত্রের সুরতহাল।


২৬/১২/২০২১
মিরপুর, ঢাকা।