ওরা চেয়েছিলো মুজিবের নাম মুছে দিতে চিরতরে,
ওই নাম যেন ভয়ের কারণ তাহাদের অন্তরে!
গুলি ছুঁড়ে তারা হত্যা করেছে মুজিবের পরিবার,
ওরা ভেবেছিলো মুজিবুর শেষ! আসবে না ফিরে আর।
যে সকল স্থানে লেখা ছিলো নাম, মুছে দেয় তারা সব,
জয়-উল্লাসে চিৎকার করে করেছিলো উৎসব।
জোরালো কন্ঠে বলেছিল তারা, 'মুজিবুর আসবে না,
ইতিহাস থেকে মুছে যাই, শেখ মুজিবুরের ঠিকানা'।
পরাজিত যতো শত্রু আছিলো রাজাকার-বর্বর,
পাকিস্তানের সব দালালেরা ছুটে আসে, অতঃপর।
'ইরেজ' করেছে মুজিবুর নাম যতো ছিলো বাংলায়,
মুছে দেয় তারা কৌশল করে নানাবিধ ছলনায়।


যতো করে ছল ততো উজ্জল হয় মুজিবের নাম,
মৃত মুজিবুর আরো দৃঢ় হয় এইটুকু জানিলাম।
এখন মুজিব আকাশের তারা, বাতাসের সুঘ্রাণ,
এখন মুজিব পাহাড়-দৃঢ়তা, সাগরের জয়গান।
জেগে ওঠে আজ ফিনিক্স পাখি, মানুষের চিন্তায়
মুজিবুর যেন চিরবসন্ত শ্যামলিমা বাংলায়।
আজ লেখা হয় মুজিবের নাম সকল সাহসী কাজে,
মুজিবুর ছিল, মুজিবুর আছে, থাকবে হৃদয় মাঝে।
অবিনশ্বর শেখ মুজিবুর শ্যামল বাংলাদেশে,
চেতনার ঘরে তোলপাড় করে জেগে উঠে পরিশেষে।
ফসলের মাঠে মুজিবের ছবি, কৃষকের মুখে হাসি,
এই বাংলার সন্তান তিনি ভালোবাসি, ভালোবাসি।


২৭/১২/২০২১
মিরপুর, ঢাকা।