কুলকুণ্ডলিনী রাধারানী বুঝলি না রে কালার মন,
আদ্যশক্তি দিয়ে ভক্তি করে যাই যে সর্বক্ষণ।।


ব্রজধামে তোরই নামে দিব্যলীলায় মগ্ন হই,
কৃষ্ণময়ী ব্রজেশ্বরী বনলক্ষ্মী তোরেই কই।
বৃষভানুর পুত্রী যে তুই মনে তুলিস অনুরণন।।


সহজিয়া গাইছি প্রিয়া ছেড়ে ভোগের ভগবান,
রাধা রাধা ডাকছি তোরে ভুলে সকল মান-সম্মান।
সর্বেশ্বরী শ্যামসুন্দরী বেভুল কৃষ্ণের বৃন্দাবন।।


আরাধ্য দেবীকা শ্যামা গোবিন্দের মোহিনী,
রাইকিশোরী বনেশ্বরী কৃষ্ণের বিনোদিনী।
পেলে তোরে হৃদয়পুরে করবো নিত্য আরাধন।।


০২/০১/২০২২
মিরপুর, ঢাকা।
(গীতিকবিতা)