আয় ফিরে আয় অভিমান ছেড়ে কবিতার এই দেশে,
আবার খেলিবো, আমরা হাসিবো অকৃত্রিম ভালোবেসে।
বেঁচে থাকা মানে প্রেম আর আশা বিলানো পরস্পরে,
যারা চলে যায় দূর অজানায়, তারাও তো ফিরে ঘরে।
দ্যাখ, চেয়ে দ্যাখ আকাশের পানে কতো যে উদার মেঘ,
সময়ের টানে ফিরে আসে ফের সবকিছু করে ত্যাগ।
দক্ষিণ থেকে উত্তরে যায় মৌসুমী বায়ু-টানে,
শীতের কুয়াশা ছড়িয়ে আবার ফিরে আসে দক্ষিণে।
পথের পথিক পথ খুঁজে পায় চোখ খুলে দেখে যদি,
সম্ভাবনার উজ্জ্বল আলো বয়ে যায় নিরবধি।
সন্দেহবসে মনের জগতে যুদ্ধ করিস, কেনো?
যুদ্ধের ফল মঙ্গলময় হয় না কখনো, জেনো।
ফিরে আয় ওরে, থাকিস না আর অভিমান করে বসে,
ফুলে-ফলে ভরি' বিশ্বভুবন আনন্দ হাসি-রসে।
হাসি দিয়ে ফের ফিরে আয় তুই; মুখে বল্, 'দাদাভাই',
সকল জড়তা ছিঁড়ে ফেলে আয় সম্মুখে হেঁটে যাই।


২৩/১২/২০২১
মিরপুর, ঢাকা।