ধর্মের নামে রাষ্ট্র যখন মাথাচাড়া দিয়ে ওঠে,
অধর্ম এসে ধর্মকে খায় তেঁড়েফুঁড়ে, চেটেপুটে।
ধর্ম-লালিমা কলুষিত হয় অধর্ম-কালিমায়,
রাষ্ট্র তখন ডান্ডা ঘুরায় ধার্মিক-চেতনায়!
মানুষের চেয়ে বড় হয়ে যায় ধর্মের কুশাসন,
অমানবিকতা বেড়ে যায়, মানবতা করে পলায়ন।
মানুষ তখন 'মানুষ' থাকে না ধর্মের যাঁতাকলে,
ধর্ম-বণিক শোষণ চালায় কূটচাল-কৌশলে।
মানুষ এনেছে ধর্মের কথা মানুষের প্রয়োজনে,
শান্তি ও সুখ এনে দিতে সমাজেতে, মানুষের মনে।
ধর্মের কথা মুক্তির বাণী সকল কিতাবে কয়,
মহামানবেরা বলে গেছে এই, জানিও তা নিশ্চয়।
ধর্ম কখনো বন্ধন নয়; নয় শোষণের ধারা,
ধর্ম এনেছে মানুষের তরে মুক্তি বাঁধনহারা।
ধর্মকে নিয়ে ধর্ম-বণিকে ব্যবসা করছে, হায়!
ধর্ম এখন হাঁসফাঁস করে বণিকের যাতনায়।


কোথায় রাসুল, ধর্মাবতার! ফিরে এসো মহীতলে,
কোরান ঠেলিয়া দূরে ফেলে দেয় তোমার হাদীস বলে।
কোরান মানে না, হাদিসের নামে কত কিছু বলে যায়,
ধর্মের নামে ভীতি আনে তারা মানুষেরা দুনিয়ায়।
আল্লাহ বলেন, সহজ-সরল ধর্মের সব বাণী,
অথচ তাহারা ধর্মের নামে কাঠিন্য আনে টানি।
ধর্ম তাদের ব্যবসার কল, শোষণের হাতিয়ার,
ধর্মের নামে নিয়মিত করে কঠিন অত্যাচার।
হাজার ফতোয়া রঙচঙ করে প্রত্যহ আনে তারা,
ধর্ম পালন কঠিন করেছে ওইসব মোল্লারা।
ধার্মিকগণ ধর্মের কথা বলতে পারে না আর,
বকধার্মিকে শত কৌশলে করে যায় ব্যবহার।


০৩/০১/২০২২
মিরপুর ঢাকা।