বৃদ্ধকাল অবশ্যম্ভাবী,
বৃদ্ধচিন্তা কখনো না চা'বি।
বৃদ্ধকালের প্রফুল্ল মন,
ঘিরে থাকে সদা দৃঢ় যৌবন।
বৃদ্ধ-ভাবনা করে পরিহার,
করে যা রে তুই ঘর-সংসার।
বয়স যে তোর একটি সংখ্যা,
তা' নিয়ে ক্যান করিস আশঙ্কা?
আজকে যে শিশু, কাল সে বৃদ্ধ,
সতেজ বৃদ্ধ জানিও ঋদ্ধ।


০৪/০১/২০২২
মিরপুর, ঢাকা।