তোমার কালো রেশমী চুলে
        পাগল পাগল হয়ে যাই!
ডাইলেতে আর তরকারীতে
        শাকে এবং ভাতে পাই।


তোমার কথার ফুলঝুরিতে
        মুগ্ধ আমি খুব বেশি;
টকঝাল আর মিষ্টিতে কও
        যেন দূরের পরদেশী।


তোমার আদর মধুক্ষরা
        যখন আমি রই দূরে,
'টাকা পাঠাও বাবুনির বাপ',
        বলো যে কোকিল সুরে।


০৫/০১/২০২২
মিরপুর, ঢাকা।