একদিকেতে উঠছে বাড়ি,
বাড়ছে গাড়ি; অন্যদিকে দীর্ঘশ্বাস!
আম-জনতা, মধ্যবিত্ত খাচ্ছে খাবি,
        জীবন তাঁদের নাভিশ্বাস।
জীবনটা এক কস্তুরী ফুল,
খালে-বিলের সৌন্দর্যের;
        কিন্তু, যে তার মূল্য নাই;
এই পৃথিবীর সংসারেতে,
সোনার-পাথর বাটির সাথে
        মধ্যবিত্ত তুল্য তাই।
শিক্ষা-দীক্ষা, রুচিবোধে,
সমাজ-চেতন আন্দোলনে,
        তারাই সবার আগে রয়;
কর্মশেষে মধ্যবিত্ত হতাশাতে  
        দিনে দিনে হচ্ছে ক্ষয়।


০৮/০১/২০২২
মিরপুর, ঢাকা।