বাংলার     কবি যারা,
জেগে উঠ্     ছন্নছাড়া!
সুস্থধারা আন্ রে তোরা সাহিত্যেতে।
জেনে নে     ছন্দকথা,
লিখে যা     মনের ব্যথা;
কাব্যকথা লালিত্যতায় উঠুক মেতে।


নবীনের     সকল আশা,
হৃদয়ের     ভালোবাসা;
রঙ-তামাশা উঠুক নেচে তাধিন তাধিন।
লিখে যা     তোর কলমে,
হেঁটে যা     জোর কদমে
দমে দমে খুশির তানে বাজিয়ে বীণ।


যতো সব     ছন্দহারা!
কবিতায়      হানছে খাড়া,
নিয়ম ছাড়া অনিয়মের জিগির তুলে।
তারা সব     হারাবে রে,
আগামীর     তুমুল ঝড়ে,
অন্ধকারে চিরতরে সুদে-মূলে।


চেয়ে দ্যাখ্     অতীত পানে,
আজো যে     নবীন প্রাণে,
পাঠক মনে প্রশংসিত ছন্দকবি।
তাঁরা তো     হারাবে না,
জেনে নে     ঠিক ঠিকানা
ছন্দকানা কাব্যকথা ডুববে সবই।


ওরে ভাই,     বন্ধু-সুজন!
কবিতায়     শুদ্ধ বুনন
অনুরণন ঢেউয়ের তালে আন্ রে তুলে।
বেঁচে থাক্     হে কবিবর!
লেখা তোর     হোক্ রে অমর;
সমাধি তোর ভরে উঠুক ফুলে ফুলে।


১৩/০১/২০২২
মিরপুর, ঢাকা।