অনিশ্চয়তার দুরন্ত ভেলায় চড়ে;
সমুদ্রের অন্ধকারে, সীমাহীন পথে
ভাসায়েছি তরীখানি। কাঙ্ক্ষিত বন্দরে
পৌঁছাতে পারবো কি না; জানি না, জানি না।
চুম্বনের দৃঢ়তায় উষ্ণ শরীরের
আস্বাদন দিলে, প্রাণে অরোধ্য প্রেমের
সমুদ্রপতন ঘটে। চন্দ্রভূক মন
স্পর্শিতে পারবে কি না; জানি না, জানি না।
শঙ্কায় আঁকড়ে ধরি, অক্ষমতা নিয়ে
পাথরে খোদিত নাম- রাধা ও কৃষ্ণের।
কলঙ্কিনী হতে চাই, ঘর ছেড়ে যাই;
ধরতে পারবো কি না; জানি না, জানি না।
প্রেমের মরণ নেই- এইটুকু জানি;
তবুও, দুঃখবোধের সরলতা আসে
দৃপ্ত পদক্ষেপ হেনে। দুঃখকে সরিয়ে
রাখতে পারবো কি না; জানি না, জানি না।


১৪/০১/২০২২
মিরপুর, ঢাকা।