যে চলে যায় মায়া কেটে দূরের পথে একা,
সে ফেরে না পিছন পানে করতে আবার দেখা।
‘ওয়ান ওয়ে’ রাস্তা সে যে বানিয়েছেন বিধি,
খালি হাতে যায় সকলে ফেলে সকল নিধি।
ভালোবাসার ফড়িং ওড়ে শহর থেকে গ্রামে,
হৃদয় চিরে রক্তধারার জলপ্রপাতই নামে।
বাপ চলে যায়, মা চলে যায়, সোনার তরী বেয়ে,
আমরা যাবো একই পথে রই যে সে পথ চেয়ে।
জীবন তরী বেয়ে চলি অজানা উদ্দেশ্যে,
আমি যেন বাউল ফকির ঘুরি দেশে দেশে।
কখন, কোথায় নোঙর হবে কিছুই জানি না যে,
তবুও যে মত্ত থাকি হাজার রকম কাজে।
জলের উপর ভাসমান এই রঙ্গ খেলাঘর,
পরিচিত আপন যতো একদিন হবে পর।


২১/০১/২০২২
Vesper ship
খুলনা।
সুন্দরবন যাওয়ার পথে...(খুলনা)