শুয়ে আছি জলের উপর;
ভাসমান মীন নই, হাঁস নই, পাখি নই;
জলজ্যান্ত মানব সন্তান।
কটকের জলপথে আসবার কালে
ধীরে ধীরে ভেসে চলে
ট্যুরিজম কোম্পানীর 'ভেসপার' নামক জাহাজ।
আমি প্রশ্ন করলাম চালককে,
-কেনো, এমন ধীরেতে চলো, ভাই!
এমন প্রশ্নের উত্তর দিলো সারেং-
'এই সুন্দরবনের জলরাশি,
আর জলের তলের মৃত্তিকার সাথে
ভালোবাসা মাখামাখি।
বিচিত্র চরিত্রধারা সুন্দরবনের জলে;
কিশোরী মেয়ের মতো বড়ো উচাটন তার মন!
এ ভাঙ্গে , এ গড়ে অনন্তবার অদ্ভুত আচরণ।
আজকে যে জল কেটে এ জাহাজ চলে যাচ্ছে,
আগামীকাল এ পথে যাবে কি না,
তা' জানি না;
প্রতিনিয়ত হচ্ছে পরিবর্তীত।
যেখানে আজকে জলের গহীন স্তর,
হয়তো, আগামীকাল
সেখানেই গড়ে উঠবে নূতন চর।
তাই, ধীরে ধীরে চলি,
জাহাজ যাতে চড়ায় আঁটকাতে না পারে গভীরভাবে'।
সারেং-এর এ ভূঁয়োদর্শন শুনে,
শান্ত হলো মন।
- 'চলো, ধীরে চলো;
কাঙ্ক্ষিত গন্তব্যে যেন নিরাপদে যাই'।
এই সুন্দরবনের বঙ্গোপসাগরের জল,
চঞ্চল চপল এক কিশোরীর মন;
প্রতিদিন ভেঙে যায়; ফের গড়ে তোলে,
নূতন প্রত্যাশা নিয়ে যখন তখন।


২২/০১/২০২১
জাহাজ ভেসপার
কটকা, সুন্দরবন।