আঁধারের বুকে আঁধার নেমেছে
চারিদিকে কালো, নিকষ অন্ধকার;
মোহনার জলে আকাশ নেমেছে
কটকার ঘোলাজলেতে চমৎকার।
চঞ্চলা এক আশাতুরা মেয়ে,
আহা! অপরূপ মোহন রূপের ধারা;
দেখিবারে দাও দুটি পোড়া চোখে
এই নিশিকালে, আমি যে আকুলপারা।
সাগর-মোহনা জল ছলছল
নয়ন জুড়ানো বিস্তৃত জলরাশি;
মায়াবী বঙ্গোপসাগর যেন
বলছে আমারে, 'আয়,তোরে ভালোবাসি'।


অবসন্ন এ ক্লান্ত শরীর
ঘুমের আদর নিবিড়ভাবেই চায়;
নিশির ডাকের আবাহন শুনি-
'ওরে আয়, প্রকৃতির কাছে ফিরে আয়।
রূপের বাহার মেলেছে আজিকে
রূপ মনোহর শ্যাম সুন্দরবন;
নেমে আয় তুই আঁধারের সনে
এই রূপ হেরি' তুষ্ট হবে রে মন'।


ধীরে ধীরে নামি মোহনার জলে
মীনেদের সাথে ছুটে চলি ভেসে ভেসে;
বনের কিনারে স্বাগত জানায়
দীঘল নয়না হরিণীর ঝাঁক এসে।
বানর-মায়েরা শিশু কোলে নিয়ে
এ ডালে, ও ডালে অবিরাম ছুটে চলে;
কিচির মিচির জটিল শব্দে
বিস্মিত চোখে কতো কথা যায় বলে।
নীরব বনের নিস্তব্ধতায়
সৌন্দর্যের অনন্য রূপ জাগে;
আহা, মরি! মরি! এমন রূপসী
মায়াভরা রূপ দেখিনি কখনো আগে।


২২/০১/২০২২
জাহাজ ভেসপার
কটকা, সুন্দরবন।