এক দঙ্গল শহুরে, ক্লান্ত জোনাকির
হৃদয়ে বাসনা জেগেছিলো-
আরো অন্ধকার, ঘন অন্ধকার দেখিবার।
শহরের আবছায়া মেকি অন্ধকার ছিঁড়েফুড়ে
আরো ঘুঁটঘুঁটে গভীর অন্ধকারের প্রত্যয়ে,
ঘর ছেড়ে বের হয় তাঁরা।
এক দঙ্গল জোনাকি!
তাঁদের পুচ্ছেতে ধরে স্বস্তির উজ্জ্বল আলো;
নিকষ অন্ধকারের দিকে পাখা মেলে উড়ে যায়।
একরাত্রির যাত্রাপথের শেষে,
অন্ধকার সমুদ্রের জলে স্নান-সুখ ভোগ করে।
অন্ধকার!
আহা, কী আনন্দময় অন্ধকার!


তাঁরা পরস্পর হাত ধরে ভালোবেসে উড়ে চলে;
পরস্পর মুখোমুখি বসে চেয়ে থাকে,
পরস্পর নিরিবিলি কথা বলে যায়।
আনন্দের কথা, ইচ্ছা-অনিচ্ছার কথা,
মাঝে মাঝে অর্থহীন চটুল কথাও বলে যায় অবলিলায়।
এরমাঝে তাঁদের ভেতরে ভাব হয়;
ভালোলাগা থেকে মধুর সম্পর্ক- ভালোবাসা হয়;
একজন অন্যকে উত্তপ্ত সম্পর্কের প্রতিশ্রুতি দেয়।
জোনাকিরা যখন অন্ধকারের তীরে উপনীত হয়,
আনন্দের ঢেউ খেলে যায়;
মননে, হৃদয়ে, চেতনায়।
আনন্দতা!
আহা, কী সুখের আনন্দতা!


অতঃপর,
দু'টি রাত্রি এবং তিনটি সূর্যোদয়,
একসঙ্গে রয় তাঁরা।
পাওয়ার আকাঙ্ক্ষা ছিলো না কিছুই,
কোনকিছু হারানোর ভয়ও ছিলো না মনে,
আনন্দ, বিশ্বাস, সুখ ভাগ করে নেওয়া পরস্পরে;
শুধু, এটুকুন চাওয়া ছিলো তাঁদের সতেজ মনে।
সারাক্ষণ উড়ে বেড়িয়েছে,
অনিন্দ্য আনন্দময় অন্ধকারের সন্ধানে।
অন্ধকার!
আহা, জোনাকির জন্য সুখকর অন্ধকার!


তাঁরা অনেকগুলো সময় কাছাকাছি ছিলো;
শরীরের ওম নিয়ে,
শহরের ক্লান্তিকর কর্মযজ্ঞ ছেড়ে,
একসাথে ছিলো, এক আকাশের নিচে,
এক অন্ধকারে, একটি গাছের তলায়।
এরইমাঝে, তাঁদের ভেতরে খুনশুঁটি হতো,
ছোটখাট ব্যাপার-স্যাপার, মান-অভিমান নিয়ে;
সকলে আবার,
একসঙ্গে আনন্দেতে মেতে উঠতো অনাবিল সুখে;
কামনা-বাসনা রহিত আকাঙ্ক্ষা নিয়ে।


জোনাকিদের জীবন অদৃশ্য সুতোয় বাঁধা;
সূক্ষ্ম; অথচ, কঠিন সে সকল সুতো।
এ সুতোর জাল ছিঁড়তে পারে না কেউ,
এ সুতোর জাল ছিঁড়তে চায় না কেউ;
অসম্ভব মজবুত সে সকল সুতোর বুনন।
সুতোর টানেই তাঁরা
ফের ফিরে আসে কর্মচঞ্চল শহরে।


জোনাকিরা আনন্দের নিকষ অন্ধকারের খোঁজে
ঘর ছেড়ে বের হয়েছিলো,
শাশ্বত অন্ধকারের আস্বাদন নিতে।
আবার, তাঁরা ঘরে ফিরে আসে।
যতটুকু অন্ধকার ছুঁয়ে গেছে তাঁদের জীবনে-
করমজলের বনে, হাড়বাড়িয়ায়,
কটকার জামতলি এবং অফিস পাড়ায়;
অতঃপর, নীলকমল (হিরণপয়েন্ট) ও দুবলার চরে;
দীর্ঘসময় লেখা রবে স্মৃতির পাতায়।
অন্ধকার!
আহা, পরম শান্তির অন্ধকার!
আহা, কোমল স্বস্তির অন্ধকার!
আহা, প্রাণের সুখের অন্ধকার!
এ সকল কথা জোনাকিদের জীবনের পাণ্ডুলিপিতে
লেখা রবে দীর্ঘকাল থেকে দীর্ঘকাল।
জোনাকিদের ভালোবাসার অন্ধকার,
বারবার ফিরে আসুক জীবনে।


২৩/০১/২০২২
জাহাজ 'ভেসপার'
দুবলার চর থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রাপথে...