সুভাষ চন্দ্র বসু,
আগুন ঝরানো বিপ্লবীদের নেতা!
চিরায়ত বাঙালির তুমি বরণীয়,
স্মরণীয় তুমি,  হে অমরার নেতাজি!
মন্বন্তরের দুঃসহকালে এলে
তরুণ সূর্যরূপে,
ভারতবর্ষে উদারচিত্ত নিয়ে,
তবুও, তোমারে নিয়ে করে কারসাজি।
আমাদের নিঃশ্বাসে,
চেতনার বোধে, অন্তরে, বিশ্বাসে,
প্রতিটি অণুতে আজো
তোমার লড়াকু যোদ্ধা-জীবন এসে
প্রেরণা জুগিয়ে যায়।
পরিহার করি- সংকীর্ণতা যতো
মনের গহীনে ফুলেফেঁপে ওঠে রোজ;
স্বার্থ-মোহের কর্মেতে ও কথায়।
তোমার চেতনকথা-
'সংকীর্ণতা সমাজজীবনে বিবাদের তরে দায়ী'।
স্বপ্নের দেশখানি
আনন্দ-জলে ভেজাতে চেয়েছো তুমি।
সাম্প্রদায়িক প্রভেদ মোছাতে সদা
এগিয়ে গিয়েছে সম্মুখ পানে, হে নেতাজি, অগ্রণী!
প্রচার করেছো মানবধর্ম-
ধর্ম নিরপেক্ষতার বাণী;
আজকে তোমার বড় প্রয়োজন নেতা।
কাঙ্খিত দেশপ্রেমে,
নেতা নেই কোন চেতনবিদ্ধ যিনি,
মুক্তির দর্শনে।
আমাদের ইতিহাস,
রক্তারক্তি যুদ্ধের ইতিহাস;
স্বাধীনতা অর্জনে।
রক্তক্ষয়ের সুবর্ণ ইতিহাসে
আজো তোমার নামটি ভাসে।
সামনে তাকিয়ে রই,
অসীম সাহসী চিরবিদ্রোহী
চেতনবিদ্ধ মহামানবেরা কই?
স্বদেশপ্রেমের ঝান্ডা ওড়ায়ে আজও
বিকশিত হও তুমি, হে প্রিয়তমাষু!
মন্ত্র-কথার মানুষ রূপের সুভাষ চন্দ্র বসু।


২০/০১/২০২২
মিরপুর, ঢাকা।