মুজিবের কথা স্মরণে এলেই নিজেকে হারিয়ে ফেলি।
কে বুঝবে তাঁর অগ্নিবর্ষী অমর বাণীর সুর?
বেহিসেবী ত্যাগী, শিশু-সারল্যে হৃদয়খানিরে মেলি'
ভালোবেসে গেছে; অন্তর তাঁর তেজে ছিলো ভরপুর।
অসম্ভবকে সম্ভব করা অসীম শক্তি তাঁর,
ঋদ্ধহৃদয় শত সঙ্কটে মানেনিতো পরাজয়।
মুক্তিযুদ্ধে বাঙালির হৃদে ঈশ্বর-অবতার
হয়ে এসেছিলো; কিন্তু, ছিলো না তাঁর মরণের ভয়।


এমন নেতার তুলনা জগতে পাবে নাকো খুঁজে তুমি,
মানুষ প্রেমের বহ্নিশিখায় আলোকিত তাঁর মন।
জন্মেতে যার বাংলাদেশটি হয়েছে পূণ্যভূমি,
বিশ্বে এখন নান্দীমূখর সর্বসভ্যজন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর সমুদ্রগর্জন,
তাঁর নামে আজ বাঙালির হোক বোধের উদ্বোধন।


২৯/০১/২০২২
মিরপুর, ঢাকা।