স্তব্ধ নগরীতে শূন্যতার মুখোমুখি
দাঁড়িয়ে অতীত দেখি; একান্ত একাকী।
অন্তর্গত মরুভূমি হয়ে ওঠে সুখী
মেঘের সন্ধান পেয়ে। যেন এক সাকি
হাত ইশারায় ডাকে অভিমান ভুলে;
শ্রাবণের জলধারা ঢালে নিরন্তর
বিস্তৃত অঙ্গন জুড়ে। ভরে উঠে ফুলে
রুক্ষ মরুভূমি; ভুলি বিষাদ-প্রহর।


ছন্দহীন অপেক্ষার শূন্য নগরীতে,
পড়ন্ত বিকেলে জাগে অনন্ত পিপাসা!
সমস্ত অতীত এসে নবীন সংগীতে
হৃদয় জাগায়; এর নাম ভালোবাসা।
তুমি সেই মেঘরাশি টলমল জল,
আতিপাতি খুঁজি যারে নিত্য অনর্গল।


১৩/০১/২০২২
মিরপুর ঢাকা।