কবিতা ছাড়ে না কবি, সদা সর্বদায়
কবিতাকে কাঁধে নিয়ে প্রত্যহ বেড়ায়।
কবির কবিতা হলো অতি প্রিয়জন,
রঙ্গরসে, কলাতন্ত্রে করে আগমন।
কবিতা কখনো হাসে, কখনোবা কাঁদে,
কখনো সে দোল খায়, নাচে বজ্রনাদে।
বেহুঁশ-বেতাল কবি কবিতাকে নিয়ে
কতো কথা বলে যায় ইনিয়ে বিনিয়ে।
কখনোবা নেয় কোলে, কখনো মাথায়,
আবার কখনো রাখে পদ্মের পাতায়।
কবিতা কবির কাছে অমূল্য রতন,
পরম সোহাগ ভরে করে সে যতন।
কেউ যদি কবিতাকে মন্দ বলে যায়,
রাগে-ক্ষোভে উলুবনে আগুন লাগায়।


২৮/০১/২০২২
মিরপুর, ঢাকা।