মনের মাঝে সকল কাজে তোমাকে চাই
                     অরুণ-প্রভা রূপে;
অন্ধকারে রুদ্ধদ্বারে একেলা নিশ্চুপে।
সকল কথা দুঃখ-ব্যথা লতিয়ে উঠে; তাই,
আকাশ পানে রই তাকিয়ে; যদি দেখতে পাই।
অন্তহীনা, সোনার বীণা হস্তে তুলে
                          বাজাও কতো সুরে!
সাগর জলে পাহাড়-চূড়ে অমরালোকপুরে।
নয়ন খুলে দেখি কোথাও পদচিহ্ন নাই;
আকুল হয়ে পথের মোড়ে রই যে পড়ে তাই।


শুনছি দূরে করুণ সুরে 'বিদায়' বলে
                           বাজে মোহনবাঁশি!
সব হারানো ব্যথাকাতর হৃদয় যে উদাসী।
মেঘের ভারে আকাশ নেমে জলের ধারা আনে,
তোমার পদধ্বনি শোনায় আমার কানে কানে।
সাহস করে বৃষ্টি জলে ভিজতে এসে
                             তোমার দেখা পাই।
গোলাপ হয়ে ফুটলে তুমি, প্রিয় তোমায় চাই।


১৯/০১/২০২২
মিরপুর, ঢাকা।