আজ   যতো অমানুষ হারিয়েছে হুঁশ
          ভূতের মতন খেলছে,
তারা   স্বার্থের টানে নিজেদের পানে
          দেশটাকে শুধু ঠেলছে।
ওই   সুবিধাবাদের ধান্দাবাজেরা
          সখ মেটানোর লক্ষ্যে,
সব   নীতিকথা ছেড়ে তারা আজ লড়ে
          দুর্বৃত্তের পক্ষে।
ওরা   পদক-পদবী সুবিধার তরে
          মামদোবাজীতে মত্ত,
তারা   আখের গোছাতে তেলবাজি করে
          প্রকাশ করে না সত্য।
কভু   জ্ঞানের চক্ষু মেলে না যে তারা
          দেশ নিয়ে খেলে কুৎকুৎ,
ওই   ভণ্ড-লোভীরা স্বার্থ-মোহের
          মামদো ভূতের জারজপুত।


ওরে,   সাহসী প্রেমিক বিদ্রোহী! তোল্
          সত্যের ন্যায়-ঝাণ্ডা,
আজ   জোয়ারের জলে ভাসাতে যে হবে
          অসুরদলের পাণ্ডা।
আজো   ভুলি নাই সেই একাত্তরের
          সাহসী সিংহ-হুংকার!
শেখ   মুজিবুর যার চেতনার ঘরে
          ভয় নেই কোন বুকে তার।
এসো,   তছনছ করি' ভেঙে ফেলি আজ
          সুবিধাবাদীর আখড়া,
যতো   ঘুষখোর, চোর লুটপাট করি'
          সমাজে হয়েছে তাগড়া।


০৪/০২/২০২২
মিরপুর, ঢাকা।