মনের বাসনা যতো কবিতার শব্দে শব্দে এনে
ছবি আঁকে, কথা কয় নিরন্তর গহীন গোপনে;
এলোমেলো কথাগুলো অতিশয় সুশৃংখল হয়ে
অনন্য অনুভবের সৃষ্টি করে পাঠক-হৃদয়ে।
শব্দের গাঁথুনি দিয়ে রচো যদি কোন এক ছবি,
তখন কবিতা হয়ে হেসে ওঠে, মনে রেখো কবি।
সুখের, দুখের কথা; রঙ্গরস কবিতায় থাকে,
আনন্দ বিলায় মনে; জীবনের প্রতি বাঁকে বাঁকে।


ব্যবহৃত শব্দগুলো শব্দাতীত ভাবপূর্ণ হয়ে
ভিন্ন অর্থ তুলে আনে শব্দে-ছন্দে, লয় ও বিলয়ে;
কবিতায় অনাবিল নন্দনতা যবে ওঠে ফুটে,
এমন কবিতা থাকে পাঠকের হৃদি করপুটে।
ভাবহীন, রসহীন আবেগীত যে সকল কথা,
লেখনীতে উঠে আসে; তা' কবিতা নয়, বাতুলতা।


২৩/০৩/২০২৩
মিরপুর ঢাকা।