মৃত ঝিনুকের মতো পৃথিবীর সাগরের পাড়ে
পড়ে আছি মূল্যহীন! মানুষের এ জীবন বড়
তুচ্ছতর জলবতী। একদিন কালের আঁধারে,
অজানার অন্যলোকে হারাবে; যা ছিলো খরতর।
বহমান জলধারা দ্বন্দ্বহীন শাশ্বত মৃত্যুর
স্পর্শ পেয়ে মরুবুকে অবলীলায় হারিয়ে যায়।
অসহ্য বেদনা বাড়ে; তবুও যে, পায় না উত্তর-
সবকিছু ফেলে রেখে মানুষেরা কোথায় হারায়?


অনন্ত বিস্ময় জাগে! অবিরাম কালের গভীরে
হারিয়ে গিয়েছে কত সাদা-কালো-বাদামী মানুষ।
কোথায় গিয়েছে তারা? নাকি, দূর সাগরের তীরে
মৃতবৎ পড়ে আছে সেই সব নারী ও পুরুষ?
জীবনের স্রোতে আজ বে-রহম স্থবিরতা নামে,
মৃত ঝিনুকের মতো পড়ে আছি পৃথিবীর ধামে।


২৫/০২/২০২৩
মিরপুর ঢাকা।