আঁধারভেদী স্বপ্নের আশা নিয়ে চলি;
আশাবাদী এ মনের ঘুম ভেঙ্গে গেলে,
হতাশায় ভেঙ্গে পড়ি; আর ক্ষোভে বলি-
'চলো, চলে যাই দূরে সবকিছু ফেলে'।
বর্ণময় ভালবাসা, স্বর্ণময় প্রীতি,
বিপরীত স্রোতটানে ছুটে চলে ক্রমে;
দুরন্ত ঊর্মিমালার ভয়ংকর স্মৃতি,
মরণকূপের মাঝে বিন্দু বিন্দু জমে।


যুগবদলের স্রোতে ভেসে যাই একা,
খড়কুটোদের মতো বেনামি বন্দরে;
জীবনতরীতে পাই নাকো তার দেখা,
যে জন একান্তে ছিলো মনের কন্দরে।
ভালোবাসাহীনতায় কে বাঁচিতে চায়?
তবুও যে বেঁচে আছি স্বপ্নময়তায়।


২৫/০৩/২০২৩
মিরপুর ঢাকা।