আমলা যতো কামলা তারা,
        সেবক জনগণের;
রাষ্ট্র তাদের দেয় ক্ষমতা
        সু-ভাবে পালনের।
কিন্তু তারা আধিপত্য
        কায়েম করতে গিয়ে;
দেশের মালিক জনগণকে
        যেতে চায় এড়িয়ে।


চাকর যখন প্রভুর সাথে
        স্বার্থে করে দ্বন্দ্ব,
তখন যে আর রয় না সঠিক
        রাষ্ট্র-সমাজ ছন্দ।
আমলারা চায় শুনতে যে 'স্যার'
        অদ্ভুত কারবার,
সেবক যখন প্রভু সাজে!
        বলো তারে, 'ষাড়'।


২৮/০৩/২০২৩
মিরপুর, ঢাকা।