ব্যাঙের ছাতা, লতাপাতা যেমন বাড়ে বৃষ্টি শেষ,
তেমন নেতা দেখছে আজি বর্তমানের বাংলাদেশ।
      বোধহীন সব নেতারা হয় রামছাগল,
      পানিকে কয় দুগ্ধ তারা, দুধকে জল।
নিজের বিচার-বুদ্ধি সকল জলাঞ্জলি দিয়ে যায়,
ব্যাঙের ছাতা, লতাপাতার মতন তারা বাড়ছে হায়!


যারা বেশি স্বার্থবাদী তারাই যে আজ হয় নেতা,
নিজের বোধের যুক্তি ছেড়ে শুনি তাদের সব কথা।
      তাদের কথায় জনগণকে চলতে হয়,
      তারাই ডাকাত, দুষ্টু ও বদ বলতে ভয়।
দেশকে তারা সৎ-মা ভেবে লুটেপুটে খেতে চায়,
ভন্ডামি আর ছলনাতে নিজের করে পেতে চায়।


ওরে নবীন! শুদ্ধ প্রেমিক আয় বেড়িয়ে ঘর ছেড়ে,
বুকের ভেতর সাহস নিয়ে যা' এগিয়ে, চল্ তেড়ে।
      জীবনকে তুই রাখলে বাজি লড়তে আজ,
      লেজ গুটিয়ে পালাবে সব ফেরেববাজ।
দেশ জননী ডাকছে তোরে কান পেতে শোন সেই বাণী,
তোর পরশে এ দেশ মাতা উঠবে সেজে রাজরানী।


২৮/০৫/২০২৩
শাহবাগ ঢাকা।