.      সবুজ সতেজ রঙ হাসে আজ,
       এই প্রকৃতির চারপাশে।
        কাননে তাই জাগলো আওয়াজ,
        পাখপাখালি করছে রেওয়াজ,
        অতল জলে আকাশ তলে কল্পলোকের সুর ভাসে।
আজ  সবুজ সতেজ রঙ হাসে,
       এই প্রকৃতির চারপাশে।


আজ   আকাশ-পাহাড়, নদীর জলে
        জাগলো বুঝি কৌতূহলে
        ছবির মতোন রঙ ছড়ালো
            রঙতুলিতে দীঘল মাঠের ক্যানভাসে।
       এই প্রকৃতির চারপাশে
       রঙিন কোমল রঙ ভাসে।
       সৃষ্টি সুখের উল্লাসে
আজ  সবুজ সতেজ রঙ হাসে।
        এই প্রকৃতির চারপাশে।


       আজকে অশোক পলাশ-শিমুল, জারুল-রঙ্গন
       রঙের তোড়ে ভাসায় অঙ্গন
                 প্রাণ খুলে আজ খুব হাসে।
       আসলো ফাগুন, হাসলো আগুন
       মনের ভেতর ছন্দ-মাতাল উচ্ছ্বাসে।
       বল্গাবিহীন হৃদয় যাদের
       জাগলো তারাই দীপ্তমনের উল্লাসে।
তাই  আসলো বুঝি শ্যামল সবুজ দুবঘাসে।
       হাসলো মরু, কানন তরু
       দুললো সাগর জলোচ্ছ্বাসের বানভাসে।
       সবুজ সতেজ রঙ হাসে আজ
       এই প্রকৃতির চারপাশে।


আজ  রুদ্রপ্রাণের ক্ষুব্ধতাতে হাসলো আকাশ,
       ঝরা-মরা ধ্বংস করে
       দম্ভ ভরে সৃষ্টি নেশায় জাগলো বাতাস।
       ভয় কাতুরে ভাবছে বসে সর্বনাশে
       আসলো বুঝি মর্ত্যলোকে;
       কাঁপছে ভীষণ ভয় ও ত্রাসে।
       বসন্তের এই রুদ্রশ্বাসে
                  উঠছে নেচে উল্লাসে।
আজ  সবুজ সতেজ রঙ হাসে,
       এই প্রকৃতির চারপাশে।


১৪/০২/২০২৩
মিরপুর, ঢাকা।