চাঁদাবাজ-সন্ত্রাসী ভরে গেছে দেশটা,
সুকুমার কর্মের নেই কোন চেষ্টা।
রাজনীতি বনবাসে ভাজনীতি বাড়ছে,
জোর করে অন্যের সম্পদ কাড়ছে।
হাটে-মাঠে মববাজ করে যায় দাঙ্গা,
হাতে নিয়ে ছুরি-কাঁচি, তলোয়ার নাঙ্গা।
সুবোধের সুবচন দেশে আর নাই রে,
শান্তির পরিবেশ আমরাতো চাই রে।
মারামারি-কাটাকাটি করো আজ বন্ধ,
মানুষের প্রয়োজনে নাশ করো দ্বন্দ্ব।
অন্যায় যদি করো হবে তুমি ধ্বংস,
তার সাথে শেষ হবে আগামীর বংশ।
স্বার্থের প্রলোভনে যারা হয় নষ্ট,
প্রকৃতির নিয়মেই তারা পাবে কষ্ট।
কুচক্রী জাঁহাবাজ পায় নাতো শান্তি,
সচেতন হয়ে যাও ভুলে গিয়ে ভ্রান্তি।
জনগণ নিরাপদ বসবাস চাচ্ছে,
প্রার্থনা করে যায়; তবু, নাহি পাচ্ছে।
পণ করি, এইবার শেষবার লড়বো,
ভালোবেসে দেশটাকে ভালোভাবে গড়বো।

০১/০৬/২৯২৫
ঢাকা।