আমি মহা-তাণ্ডব!
খাণ্ডবদাহন দহনে দহনে ধ্বংস করবো সব।
অসুন্দরের অশুভতা যতো করে যাবো প্রতিহত,
ভণ্ড-লোভীর অসুরচেতন করতে হবে নিহত।
দেশ ও সমাজ, এই মানুষের প্রাণ;
মব দিয়ে আজ নিষ্পেষি' তুমি করে যাও খানখান।
তুমি যদি হও দুর্বৃত্ত দেবী সিংহের মতো,
আমি হবো চির বিক্রমশালী গণবান্ধব নুরুলদিন;
মুক্তিকামীর ঘুমন্ত প্রাণে বার্তা পাঠাবো
উঁচিয়ে তীক্ষ্ম, রক্ত-মাখানো যুদ্ধের সঙ্গীন।
রক্ত-রণের জোয়ারের তোড়ে ভেঙে দেবো সব বাধ,
দু'কুল ছাপায়ে বপন করবো মুক্তির বীজ
ফলবে ফসল, উঠবে গোলায় স্বাধীনতার আবাদ।
ফিরবো না ঘরে আমাদের জয় না হওয়া পর্যন্ত;
আমরা শুনেছি ঝঞ্ঝার ডাক,
পেয়েছি চেতনে মৃত্যভয়ের ছাড়পত্রের মহামুক্তির মন্ত্র।
স্বপ্ন দেখেছি সারাটি জীবন অশ্রু-নদীর পাড়ে;
আশাভঙ্গের কঠিন পাথর আঘাত হেনেছে,
পরাজিত হয়ে কেঁদে গেছি বারেবারে।
এবারই শেষ যুদ্ধজয়ের পালা,
ভেঙে দিতে চিরতরে, আমাদের শোষণ-বন্দিশালা।

০৪/০৭/২০২৫
ঢাকা।