প্রিয়তি আমার হেঁটে যায় রাতে, তার শরীরের জ্যোতি
বিজুরি চমকে ছলকে ছলকে ঝরে; মনোহর অতি।
বিমুগ্ধতায় চেয়ে থাকি সেথা, ধরতে যে নাহি পারি;
'প্রিয়তি, প্রিয়তি' ডেকে বলি তারে- হে আমার কাণ্ডারী!
পার করে নাও অকুল সাগর, ঝঞ্ঝাময় এ রাতে
দয়া করো তুমি; সকরুণে রাখো হাতখানি এই হাতে।


১৩/০৭/২০১৯
মিরপুর, ঢাকা।