দে রে তোরা কলসি ভরে
         সঞ্জীবনী আবেহায়াত।
পান করে তা' ধরণীতে
          অমরত্বের নেবো রে স্বাদ।


লোকে বলে, স্বর্গলোকে
আবেহায়াত দেবে মুখে
থাকবে তথায় পরম সুখে
       মরবে না আর অকস্মাৎ।


খিজির নবী খাইলো সুধা
মিটলো যে তার সকল ক্ষুধা
চিরজীবি করলো খোদা
     শুনলাম এই সুসংবাদ।


কেউবা বলে নারীর দেহে
আবেহায়াত সুধা বহে
সময়কালে নিলে দেহে
      হয় না রে জীবন বরবাদ।


১৪/১০/২০১৮
মিরপুর, ঢাকা।