মানুষের এ জীবন খুবই সাধারণ,
যতক্ষণ দেহে আছে প্রাণ;
প্রাণপণে জীবনের সংগ্রামের অভিঘাতে,
অভিজ্ঞতার আঁচর কেটে যাও তুমি।
প্রাণ খুলে গান গাও,
রেখে যাও পৃথিবীতে যত অভিজ্ঞান।
সূক্ষ্মকর্মে এবং মেধায়,
যা কিছু করিবে জমা জীবন-শিক্ষায়,
যা কিছু লভিবে তুমি ভক্তির দীক্ষায়;
সে সকল রেখে যাও ধরণীতে করে পরিপাটি,
রেখে যাও তারে অনন্তের প্রয়োজনে।
এই প্রাণ, এই দেহ,
রাখিতে চাইবে না কেহ;
তারা তোমার কর্মকে ধর্মজ্ঞানে স্মরিবে সদায়।
তাইতো এ প্রাণ
আকুলি বিকুলে করে ক্ষুদ্র এ সংসারে;
থাকিতে অনাদিকাল অমরতায়, অম্লান।


০৭/০৪/২০২১
মিরপুর, ঢাকা।