আধখানা ভালোবাসা রেখে যাই পথে-
তুলে নিও সময়ের হাত ধরে তুমি;
এ জীবন যাচ্ছে চলে মরনের রথে,
সাদা ফুলে ভরে যাবে আমাদের ভূমি।
মানুষের জীবনের সকল সংঘাত
ক্রমেই মিলিয়ে হবে আকাশের নীল;
নিদ্রাহীন কেটে যাবে দুখ-মাখা রাত,
কাঠ ফাটা রোদে কাঁদে বোশেখের বিল।


এইখানে ভালোবাসা ধুসর আকাশে
লোভের লালায় ভিজে সুনন্দিত প্রেম;
জীবাণু ছড়িয়ে পড়ে নির্মল বাতাসে,
অর্থহীন এ জীবন শুধু জানিলেম।
ফের যদি ফিরে আসি পৃথিবীর তলে,
বেঁধে রাখবো তোমায় নয়নের জলে।


১৪/০১/২০১৪।