অধরা মাধুরী তুমি, চিত্রিত কল্পনা,
মনোজগতের সুধা। কণ্টক শয়নে
এঁকে যাই সুখছবি- স্বপ্নের আল্পনা;
অনন্ত বিস্ময় আনে নির্ঘুম নয়নে।
জ্যোতিষ্কের ছায়ামূর্তি অনিন্দ্য সুন্দর!
স্বপ্নের ছলনে এসে দোলাও আমায়।
পুলক সঞ্চার করো নিত্য নিরন্তর;
নিদ্রাশেষে দেখি, হায়! মিলাও হাওয়ায়।
বিস্ময়কর ব্রহ্মাণ্ডে তোমার মুরতি
নিষ্কলুষ শশী যেন ভরা পূর্ণিমার।
ভালোবেসে কাছে নিলে কী এমন ক্ষতি
হবে জীবনে তোমার? প্রিয়তি আমার!
বিহ্বল অবুজ মন বিশ্ব চরাচরে
নিশিদিন খুঁজে যায় ক্ষুধার্ত অন্তরে।


০৪/১০/২০২২
মিরপুর, ঢাকা।