লজ্জাহীন অন্ধকার চুপিচুপি নামে
যখন শরীর জুড়ে; নিশিতে তখন
নৈঃশব্দের কামনায় তৃষ্ণা জাগে মনে;
বুকের কপাট খুলি, এলোমেলো মন।
উদাসীন যুবকের প্রত্যাশায় জাগি
আদিম মানবী আমি, শরীরে অতল
সমুদ্রের অগ্নি-তৃষ্ণা; বুকের ভেতরে
দাউ দাউ জ্বলে আরণ্যিক দাবানল।


উদাসী যুবক কালো চুলের অরণ্যে,
বুকে-পিঠে হাত ঘসে। আগুনের শিখা
জ্বলে, উত্তপ্ত শরীর ভেঙ্গেচুরে যায়;
তেজঃময় অগ্নিগিরি! জাগে অহমিকা।
যুবক ঘুমিয়ে পড়ে পৌষ পূর্ণিমায়!
সমুদ্রের তৃষ্ণা হাহাকার করে যায়।


১৫/০১/২০১৮
মিরপুর, ঢাকা।