('লান্দে' একটি পশতু ভাষা। যার অর্থ- ক্ষুদ্র বিষধর সাপ। আফগান ‘লান্দে’ কবিতা হচ্ছে পশতু ভাষায় রচিত দুই লাইনের মোট ২২ মাত্রার লোকজ ধারার ছোট্ট কবিতা। প্রথম লাইনে ৯ মাত্রা, দ্বিতীয় লাইনে ১৩ মাত্রা। লান্দে কবিতার বিষয়বস্ত-মানুষের নিত্যকার জীবনচিত্র, নারী ও পুরুষের শাশ্বত প্রেম-প্রণয়, সুখ-দুঃখ, হাসি-কান্না এবং তার অন্তরস্থ বিষণ্ণতা, হতাশাবোধ ইত্যাদি।)


লান্দে আনে দুঃখকথার বিষ,
দুই চরণে নয় ও তের মাত্রা জেনে নিস!

মানুষজীবন মেঘে ঢাকা চাঁদ,
অন্ধকারে হেঁটে চলা চতুর্দিকে ফাঁদ।

জীবনপ্রদীপ নিভু নিভু আজ,
কখন জানি নেমে আসে আনন্দহীন সাঁঝ।

একলা বসে ভাবছি প্রতিদিন,
কোন প্রকারে শোধ হবে যে এই জীবনের ঋণ।

বুকের ভেতর ব্যথা সারাক্ষণ,
কখন জানি স্তব্ধ হবে, থামবে প্রস্রবণ।

যৌবনেতে উঠলে জোয়ার বান,
কালো কাকের কণ্ঠে শোনে কোকিলারই গান।

স্বপ্নভাঙ্গা জীবন যদি হয়,
স্বজন-সুজন, প্রিয়জনও 'হোপলেস' যে কয়।

অগ্নিশিখায় পোড়ালে চন্দন,
সুবাসিত বায়ুর তোড়ে মন যে উচাটন।

গহীন রাতের বৃষ্টিমুখর গান,
স্মৃতির পাতা উল্টিয়ে যায় বর্তমানের প্রাণ।


যে কবি প্রেমের কাব্য লেখে,
নিত্যদিনই প্রিয়ার প্রতি চায় অনিমেখে।



০২/০১/২০২২
মিরপুর ঢাকা।