(করোনা-যুদ্ধে বীরসেনানী- ডাক্তার-নার্সদেরকে উৎসর্গকৃত)
---------------------------------------------------
যুদ্ধের মাঠে শত্রুসৈন্যহন্তা বিজয়ী নও,
সেবা দান করে ত্যাগ-মহিমায় মানুষের মনে রও।
বিশ্বের মাঠে দেশের পতাকা করোনি উত্তোলন,
অথবা রূপের ঝলক দেখিয়ে মুগ্ধ করোনি মন।
সেলিব্রেটি নও, অটোগ্রাফ নিতে এগিয়ে আসে না কেহ,
তবুও যে রাখি তোমাদের প্রতি ভালোবাসা প্রেম স্নেহ।
কলুষতাহীন মনের অতলে যেটুকু শ্রদ্ধা আছে,
সবটুকু আজ ঢেলে দিয়ে যাই বীরের পায়ের কাছে।
বিলিয়ে দিয়েছো ভালোবাসা প্রেম তোমরা ভুবন মাঝে,
সাহসী বীরের স্যালুট প্রাপ্তি তোমাদেরই শুধু সাজে।
আমাদের এই দুঃসময়ের তোমরা মহান বীর,
তোমাদের নামে সকল মানুষে অবনত করে শির।
'করোনা'র নামে যেখানে সকলে আতঙ্কে জড়োসড়ো,
তোমরা সেখানে পিতার আদরে রোগীদের সেবা করো,
মায়ের মমতা বিলিয়ে দাও হে, দিনরাত জেগে রও,
এহেন সময়ে বিধাতার পরে তোমরা স্বজন হও।
ডাক্তার যতো পরোয়া করে না সেবিতে মানুষ জনে,
সেবিকা-ভগিনী রুগী সেবা করে দিনরাত জাগরণে।
সেবা দিতে গিয়ে কতো ডাক্তার দিয়েছে নিজের প্রাণ,
কতো যে সেবিকা অকালে ঝরেছে, করেছে জীবন দান।
তারাই নায়ক অপাপবিদ্ধ, অগোচর বীর তাঁরা,
তাদের নামে রইবে না ফলক, মরণ লভিছে যারা।
যুগে যুগে আসে মানুষের তরে মানুষ-প্রেমিকজন,
তারাই মানুষ-প্রেমিক-সেবক, তারাই বন্ধুজন।
'করোনা'-যুদ্ধে সেবা দিতে গিয়ে হয়েছেন যারা অতীত,
কালের বিচারে তারাই হবেন মহান প্রভুর 'শহিদ'।
ধর্মের নামে অথবা জাতির নেই কোন পরিচয়,
তুচ্ছ সকল; জানিও ,তারাই নায়ক জগতময়।
অসীম সাহসী অতুল বীরের স্যালুট তাঁদের প্রতি,
প্রভু! দয়া করো তাঁদের প্রতি, হে  দয়াময় মহামতি।
এই পৃথিবীর কূলে,
সে সব বীরের সমাধিগুলো ভরে উঠুক ফুলে ফুলে।


২৩/০৩/২০২০
মিরপুর, ঢাকা।