আগুন ছাড়া পুড়ছে এ মন,
       পুড়ছে মনের নদী,
পুড়ছে সাগর, পুড়ছে পাহাড়,
       পুড়ছে নিরবধি।


পুড়ছে মানুষ, পুড়ছে ভূমি,
       পুড়ছে বাংলাদেশ,
পুড়ছে সুরুজ, জ্যোৎস্না পুড়ে
       ভস্ম অবশেষ।


বৃষ্টি পোড়ে, সৃষ্টি পোড়ে,
       পোড়ে নিয়ম-নীতি,
ধর্ম পোড়ে, কর্ম পোড়ে,
       পোড়ে সীতার সিঁথি।


নীতি পোড়ে লোভের তাপে,
       সত্য পুড়ে, হায়!
মিথ্যা এখন চরকি ঘুরায়
       বিবেকের মাথায়।


২৪/০১/২০১৯
মিরপুর, ঢাকা।