আগুনের তাপে কাচা সোনাগুলো
        পাকা সোনা হয় জানি,
বিরহ-অনলে প্রেম খাঁটি হয়
       জানিস কি অভিমানী?


তাইতো আমার মনের ঘরেতে
        প্রেমানল দেই জ্বেলে,
কিভাবে আবার দূরে যাবি তুই
        আমারে একেলা ফেলে?


যখনই ভাবি সূর্য ডুবলে
        নামবে অন্ধকার,
আকাশচাতালে চেয়ে দেখি আমি
        জ্বলছে চন্দ্রহার।


তুই যে আমার আগ্নেয়গিরি,
        তুই যে সোনার মাটি,
তোর পরশনে প্রতিদিন পুড়ি,
        তাই, আমি এতো খাঁটি।


কারোর চোখেতে রাখি না গো চোখ,
        কারোর বুকেতে বুক,
তোর চোখেরই বিদ্যুৎপ্রভা
       স্বর্গেরই আলোক।
      


১১/১০/২০১৭
মিরপুর, ঢাকা।