তুমি আগুনের মতো সর্বগ্রাসী, অনন্ত সুন্দর!
মাঝে মাঝে হয়ে যাও প্রজাপতি উন্মুক্ত আকাশে,
পুড়ে ছাই করে দাও নমনীয় অশান্ত অন্তর;
তবুও মিনতি রাখি চিরকাল তোমার সকাশে-
ভালোবাসা চাই; ওগো অপরূপ তারার বালিকা!
মর্ত্যে নেমে এসো তুমি, খুলে দাও প্রণয়ের ডালি;
যতনে গড়েছি যতো বেদনার জলের মালিকা
পড়াবো সোহাগে; আমি যে তোমার বাগানের মালী।


সর্ব অঙ্গ জ্বলে যায় অগ্নিতাপে, কাহারে যে ক'বো
অস্থিরতা বেড়ে যায় বিরহের আক্রোশের ঝড়ে;
যদি চলে যায় প্রাণশক্তি; তবু অপেক্ষায় রবো
তোমাকে প্রত্যাশা করে আতঙ্কিত বিরহী অন্তরে।
বহে চলে ঘূর্ণিঝড়, ছিঁড়ে যায় হৃদয়ের বীণা,
প্রিয়তি! এবার জাগো, তুমি কি এতোই দয়াহীনা!


২০/০৪/২০১৯
মিরপুর, ঢাকা।