রূপের আরকে ভরিও হৃদয়
ওগো রূপশ্রী, ঘন শ্রাবণীয়া!
তোমার পরশ লাভের জন্যে
কাঁদিছে নিতুই বিরহীর হিয়া।
রেবার তীরেতে কাঁদে কালিদাস
দূর মেঘ পানে চাহিয়া চাহিয়া।


জীবন পাঠের যজ্ঞে মেতেছি
বিত্ত সুখের কামনার তরে;
মোহের ধুলো যে ক্রমে ক্রমে জমে
নিজ বিবেকের আরশীর 'পরে।
নিজেকে নিজেই দেখি নাতো আর,
মাতাল হয়েছি এই সংসারে!


২৭/০৯/২০১৯
মিরপুর, ঢাকা।