এ সমাজে আজ আমি ভালো নেই।
অনাহারী মানুষেরা কুকুরের মতো
মিনতি জানায় একমুঠো ভাতের জন্য।
ক্ষুধার জ্বালায় ক্ষুধার্ত সমাজে
ক্রন্দনরত শিশুর পেটের ভেতরে
সূর্যের মতোন কর্কশ আগুন জ্বলে।
অথচ, চালের গুদামে লুকিয়ে রাখা আছে
বস্তাভর্তি লোভীদের চাল।


এ সমাজে আজ আমি ভালো নেই।
মানুষের লাশ চকোলেটের মতোন
পলিথিন, সেলুফেন কাগজে মুড়িয়ে
কবরে কিংবা শ্মশানে নিয়ে যাওয়া হয়।
ভালোবাসার বান্ধব, আত্মীয়-সুজন, পরিজন
শবযাত্রী হয় না কেহ করুণ বিষাদে।


এ সমাজে আজ আমি ভালো নেই।
রোগাক্রান্ত স্বজনকে দেখার জন্য
আগ্রহ করে না স্বজন সহমর্মিতায়।
আমাদের সুরম্য উপসনালয়ে
ভক্তের হৃদয় নিঃসৃত আবেগী আকুতি নেই।
কী এক অদ্ভুত সময়ের যাত্রী আমরা!
বেঁচে আছি শুধু পোকামাকড়ের মতো।
এ সমাজে আজ আমি ভালো নেই।


০৯/১০/২০২০
মিরপুর, ঢাকা।