আজকালকার কালে,
মানুষেরা জ্ঞান খুঁজে যায় ইন্টারনেট জালে।
জ্ঞানী সেজে জ্ঞান দিতে চায়! তারা জ্ঞানী নয়;
বাজার থেকে কেনা জ্ঞানের কথাগুলোই কয়।
ভাবছে তারা অনেক জ্ঞানী, আছে অনেক বোধ,
কিন্তু কথা শুনলেই বুঝি, বেকুব ও নির্বোধ।
শুদ্ধতারই দরকার হয় জ্ঞানবানের মনে,
বিশুদ্ধতা যায় না পাওয়া তাদের আচরণে।
ভান করে যে ভালো মানুষ বক্তব্য প্রচারে,
কিন্তু, তাদের জীবনখানি রয় না শুদ্ধাচারে।
যারা অনেক জ্ঞানের কথায় দেয় যে উপদেশ,
তারাই ততোই অজ্ঞানী রয়, জেনো সবিশেষ।
আধ্যাত্মিকের কথা বলেন বেশি বেশি যারা,
ধর্মনীতির ধারধারি না ভীষণভাবে তারা।
ফন্দী আঁটে বন্দী করতে স্বার্থের কূটজালে;
আজকালকার কালে।


১৫/০৬/২০২২
মিরপুর, ঢাকা।