ভেজা বাতাসের মুখে শুনেছি, এখনো
তুমি খুঁজছো আমায়।
যৌবনের যন্ত্রণার উষ্ণতায়, আমার এ মন
তীব্রভাবে পুড়ে যাচ্ছে; তৃষ্ণা মিটছে না।
কেউ উষ্ণ হৃদয়ের আকাঙ্খায়, আমার জন্য
অপেক্ষা করছে; ভাবতে বড়ো ভালো লাগে।
এমন ভাবনা সুখ আনে, তৃপ্তি আনে মনে।
মিলনের যতো গান, গাইতে ইচ্ছে করে।
মন উৎফুল্ল হয় প্রকাশ্যে অথবা সংগোপনে।


তুমি কখন আসবে?
আলিঙ্গনে নির্বাপিত করে দেবে এই
হৃদয়ের আকাঙ্খার সকল আগুন!
আমার ব্যাকুল, উষ্ণ হৃদয় তখন
মিটিয়ে নেবে সকল ক্ষুধা।
আকাশের মতো নীল শাড়ি পড়ে, আমি
পাহাড়ের পাদদেশে গাছের ছায়ায় অপেক্ষায়
আছি। আমার মনের ভেতরে বাহিরে,
হৃদয়-চৌকাঠ জুড়ে আজো তুমি আছো
প্রিয়তম। অনাবিল সুখ-স্পর্শ পেতে
আজো অপেক্ষায় আছি।


২৮/০৭/২০২০
মিরপুর, ঢাকা।