শ্রাবণের কালো মেঘে অঝোর ধারায় বৃষ্টি ঝরে,
খুব অনুভব করি প্রিয়তম।  
বিষন্ন হৃদয় নিয়ে জানালার পাশে বসি,
শীতল বৃষ্টিকে স্পর্শ করার আকাঙ্খা বেড়ে যায়;
হাত বাড়াই বৃষ্টিজলের স্পর্শের তরে।
হে আমার প্রিয়তম! এই বৃষ্টিভেজা বর্ষা-দিনে
তুমি এসো, প্রলম্বিত বৃষ্টিজলে ভিজে যাই;  
একসাথে গান গাই; নবতর সুরে অন্য রাগে।


হে চমৎকার! তোমাকে দেখতে
আজ খুউব ইচ্ছে করছে-
তোমার কাধে মাথা রেখে বিশ্রাম করতে,
হৃদয়ের স্বপ্নগুলো তোমাকে শোনাতে,
আলিঙ্গনে জড়িয়ে ধরতে খুউব ইচ্ছে করছে;
আমার শরীরের প্রতিটি লোম তোমার স্পর্শ চায়।


তুমি সমুদ্রের জলে পা ভেজাও।
আমি কাছে যেতে পারি না; মনে ঈর্ষা জাগে।
জীবন-দুঃখের সিংহাসনে বসে সুখস্বপ্ন বুনি-
আমাকে সঙ্গে করে তুমি সমুদ্রস্নানে যাবে,
সাগরের উর্মিল হাওয়ায় ভেসে যাবো আমরা দু'জন।
অজস্র রক্তিম পলাশের স্বপ্ন অন্তরে ছড়িয়ে
অপেক্ষায় আছি, এই সুন্দর সন্ধ্যায়।


২৮/০৭/২০২০
মিরপুর,  ঢাকা।