সত্য কথা বললে ওরা কয় কবিকে বিদ্রোহী,
কথার তোপে পড়লে ফোস্কা বলে তখন বিদ্বেষী!
অত্যাচারীর জবরদস্তি রয় না কভু চিরদিন,
জনরোষে যাবে ধ্বসে জেনে নিও তা একদিন।
সামন্তেরা হারিয়ে গেছে অত্যাচারের যুপকাঠে,
স্বৈরাচারী বোঝে না যে যুগান্তরের যুগ পাঠে।
শক্তিশালী শাসকেরা যারা ছিলো হন্তারক,
পুঁটি মাছের লোভে তারা সেজেছিলো কানীবক।
আজকে তারা হারিয়ে গেছে ঘেঁটে দেখো ইতিহাস,
তাদের নামে চলছে শুধুই অভিশাপের দীঘল-শ্বাস।
ধর্ম-কথায় রাজনীতিতে খাটায় যারা জোর বেশি,
জন্মভূমি কেড়ে নিয়ে যাদের করো পরদেশী;
তাদের তোপেই হারিয়ে যাবে অত্যাচারী স্বৈরচার,
ধ্বংস হবে ঠিকই তারা যেমন হলো আবরাহার।
অত্যাচারের মাত্রা তোমার আজকে বাড়ে দিনকে দিন,
মজলুমেরা শোধ নেবে তার নয়কো তারা অর্বাচীন।


২৪/১২/২০১৯
মিরপুর, ঢাকা।